
চট্টগ্রাম সংবাদদাতা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জার্নালিজম ট্রেইনিং ইনস্টিটিউট (সিজেটিআই)-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর গরবা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশে সঞ্চালনা করেন সাংবাদিক এম আর মিলন। সভাপতিত্ব করেন সিজেটিআই-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো জনতা-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক কামাল পারভেজ ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিন।
অতিথিরা বলেন, চট্টগ্রামে সাংবাদিকদের জন্য ভালো মানের কোনো ট্রেইনিং ইনস্টিটিউট নেই। সেই প্রয়োজন থেকেই সিজেটিআই-এর যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দক্ষ ও পেশাদার সাংবাদিক তৈরি হবে, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. দিলওয়ার হোসাইন, মো. লোকমান, সাংবাদিক মো. রাজু আহমেদ, মো. আশ্রাফ, জিন্নাত আরা ঝিনুক, মনিকা গোমেজ, তানহা ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।