Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

October 02, 2025 09:47:31 PM   অনলাইন ডেস্ক
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) রাতে একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া সকল নাগরিক খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে তলুইগাছা সীমান্তে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের পক্ষে সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে তুলে দেয়।

পরে বিজিবি ওই ১৫ নাগরিককে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, হস্তান্তর হওয়া নাগরিকদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।