Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাদুল্লাপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সাংবাদিক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

সাদুল্লাপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সাংবাদিক!

September 07, 2023 09:17:58 PM   জেলা প্রতিনিধি
সাদুল্লাপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সাংবাদিক!

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ভাতগ্রাম ইউনিয়নের খোদা বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দসাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে দৈনিক দেশেরপত্রের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন সিরল ও তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করে প্রধান শিক্ষক শহীদুর রহমান (৫০)।

জানা যায়, খোদা বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২-২৩ অর্থ বছরের এডুকেশন ইন ইমারজেন্সি ফান্ড ও স্লিপ বরাদ্দের বিষয়ে তথ্য নিতে গেলে প্রধান শিক্ষক সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ শুরু করে। এ সময় সাংবাদিক মো: সোহারাব হোসেন সিরলসহ তার দুই সহকর্মীকে লাঞ্ছিত করেন ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলম বলেন, বিষয়টি দুঃখজনক বলে প্রকাশ করেন ।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, ওই শিক্ষকের এরকম আচরণ করা ঠিক হয় নি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। সমাজ তথা রাষ্ট্রের সকল ধরনের অসঙ্গতি, দুর্নীতি জনসম্মুখে প্রকাশ করে দেওয়া সাংবাদিকদের কাজ। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং যে বা যারা এই বিষয়ের সাথে জড়িত আছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি।