
আনোয়ার হোসেন:
ফেনী সোনাগাজীতে কিশোরীকে (১৫) নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন ও রিয়াদ হোসেন(৪৬) নামে ২ জনকে আটক করেছে সোনাগাজী থানা পুলিশ। এদের মধ্যে ইমাম হোসেন ইউনিয়ণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। শনিবার কেরামতিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার এক কিশোরী থানায় এসে সরাসরি ইমাম হোসেন ও রিয়াদ হোসেন নামে এই দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর পর পরই সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হাসান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের লোকজন ও কিশোরীর পরিবারের সাথে কথা বলে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। অভিযুক্তদের একজন ইমাম হোসেন চর দরবেশ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
অভিযোগে বলা হয়, নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করা হয়। রবিবার কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ জানান আটক দেখিয়ে ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।