
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আ.লীগের সমর্থীত, জহির উদ্দিন মাহমুদ লিপটন দোয়াত কলম প্রতীকে ৮৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তিনি ফেনী জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টির মুজিবুল হক লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭০৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জেলা আ.লীগ সমর্থিত উপজেলা আ.লীগের সহ-সভাপতি, বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু টিউবওয়েল প্রতিকে ৮৩ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ূব আলী হায়দার উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন তিন হাজার ২০০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা শাহীন গণি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এ উপজেলায় মোট ভোটার ছিল ২লাখ ৪৪হাজার ৯০৫জন। জাল ভোট দেওয়ার অভিযোগে বখতারমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ওমর ফারুক(১৬) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে।
সে বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ৭২টি কেন্দ্র ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের উপস্থিতি কম ছিল। মোট ৮৭হাজার ৬৫৬জন ভোটার ভোট প্রদান করেন।