
দৈনিক দেশেরপত্রের জাজিরা উপজেলা প্রতিনিধি নুর আলম মাদবরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায়, মানঝারুল ইসলাম মিলন মুন্সি ও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মালিকের বিরুদ্ধে জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর, পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ নিয়ে সংবাদ প্রকাশের পর মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নুর আলমকে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী নুর আলম জানান, ফেইসবুকে হুমকি দেওয়ার পর ৬ জানুয়ারি জাজিরা ব্যাংকের মোড়ে মিলন মুন্সি তার সাথে অশালীন আচরণ করে এবং মারধরের হুমকি দেয়।
এ ঘটনায় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন হোসেন জানান, সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।