Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সাংবাদিকদের বিভিন্ন দাবিতে সরব বরাক উপত্যকা সাংবাদিক সমিতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিকদের বিভিন্ন দাবিতে সরব বরাক উপত্যকা সাংবাদিক সমিতি

May 03, 2025 08:11:13 PM   অনলাইন ডেস্ক
সাংবাদিকদের বিভিন্ন দাবিতে সরব বরাক উপত্যকা সাংবাদিক সমিতি

আসাম সংবাদদাতা: বিশ্ব প্রেস ফ্রিডম দিবস উপলক্ষে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায়বিচারসহ বিভিন্ন দাবিতে আসাম রাজ্যপালের উদ্দেশে স্মারকপত্র প্রদান করেছে বরাক উপত্যকা সাংবাদিক সমিতি। শনিবার (৩ মে) আসামের কাছাড় জেলার জেলা আয়ুক্তের মাধ্যমে এ স্মারকপত্র প্রদান করা হয়।

স্মারকপত্রে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে- সাংবাদিকদের স্বাধীনতার সুরক্ষা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বপালনের সময় নিহত সাংবাদিকদের যথোচিত বিচার ও ক্ষতিপূরণের দাবি।

স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারাণ দে, সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, সদস্য সন্তোষ চন্দ ও রানু দত্ত।