
সাভার প্রতিনিধি:
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে সাভার উপজেলা প্রেসক্লবের নতুন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। শুক্রবার বিকেল ৩ টায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির নারী বিষায়ক সম্পাদক তাসলিমা ইসলাম ও ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি ইউনুছ মিয়ার নেতৃত্বে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা হেযবুত তওহীদের সভাপতি হোহেল তালুকদার, আশুলিয়া থানা সভাপতি জাকির হোসেন, সাভার উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি জাবেদ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, অর্থ সম্পাদক সেলিম আহমেদসহ সাভার উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সকল সদস্য ও হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।