Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সমাজসেবক আনোয়ার হোসেনের জন্মদিন পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সমাজসেবক আনোয়ার হোসেনের জন্মদিন পালিত

March 11, 2023 12:08:30 AM   দেশজুড়ে ডেস্ক
সমাজসেবক আনোয়ার হোসেনের জন্মদিন পালিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সমাজসেবক আনোয়ার হোসেনের ৪৭তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল তার বাসভবনে পারিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে তার জন্মদিন পালিত হয়। স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন ব্যক্তিগত জীবনে অর্থের পেছনে ছোটে অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন করতে কখনো চেষ্টা করেন নাই । জীবন ধারণের জন্য যতোটুকু প্রয়োজন ততটুকুতেই তিনি তৃপ্ত থেকেছেন। তার পরিবারে তার স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রয়েছে। তিনি একজন সৎ, পরিশ্রমী ও হালাল উপায়ে স্বল্প আয়ের মানুষ। তার জীবনে কোন উচ্চাকাঙ্ক্ষা বা বিলাসিতার স্থান নেই। তার জীবনের ব্রতই হচ্ছে মানুষের সেবা করা। তিনি তার জীবনের বেশিরভাগ সময় অসহায় ও দরিদ্র মানুষের সেবায় ব্যয় করেছেন। অর্থাৎ আর্থিক সহযোগিতা নয় তিনি শারীরিক শ্রম দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার প্রমাণস্বরপ বলা যায়, বিশ্ব করোনা মহামারীর সময় যখন পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, মানবতা যখন থমকে গিয়েছিল, সেই সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের নানাভাবে আলোচিত কাউন্সিলর খুরশেদ আলম এর গঠিত ‘টিম খোরশেদ’ এর  পক্ষ হয়ে প্রায় হাজারেরও অধিক করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন কার্যে সরাসরি সহযোগিতা করেছেন। সেই সাথে ভিক্টোরিয়া হাসপাতালে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে অসহায় রোগীদের বিনামূল্যে সেবা দিয়েছেন। এভাবে মানব সেবায় নিজেকে অতীতের ন্যায় বর্তমানেও নিয়োজিত রেখেছেন। মানবতার স্লোগান মুখে বলা সহজ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আরো সহজ। কিন্তু বাস্তবে কাজ করা খুবই কঠিন। আর এমন কঠিন কাজটিই যিনি করে বেড়ান তার ৪৭তম জন্মদিন। আল্লাহ আনোয়ার হোসেন কে নেক হায়াত দান করুক যাতে মানুষের সেবায় আরো দীর্ঘদিন নিজেকে নিয়োজিত রাখতে পারেন এমন দোয়া করেন নারায়ণগঞ্জবাসী।