Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের ল‌ক্ষ্যে স্থানীয় অংশীগ‌ণের স‌ঙ্গে মত‌বি‌নিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের ল‌ক্ষ্যে স্থানীয় অংশীগ‌ণের স‌ঙ্গে মত‌বি‌নিময়

April 04, 2023 02:00:23 AM   দেশজুড়ে ডেস্ক
স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের ল‌ক্ষ্যে স্থানীয় অংশীগ‌ণের স‌ঙ্গে মত‌বি‌নিময়

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
স্মার্ট বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের ল‌ক্ষ্যে স্মার্ট ডি‌স্ট্রিক ই‌নো‌ভেশন চ‌্যা‌লেঞ্জ-২০২৩ এই প্রকল্প উপস্থাপ‌নের জন‌্য ফ‌রিদপু‌রের সালথায় স্থানীয় অংশীগ‌ণের স‌ঙ্গে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে সোমবার (৩ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১১টায় উপ‌জেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই মত বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হোসেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে ও প‌রিচালনায় মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জে‌লা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, মৎস‌্য কর্মকর্তা রাজীব রায়, নবকাম পল্লী বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, শিক্ষক, সাংবা‌দিক, জনপ্রতি‌নি‌ধি, শিক্ষার্থীসহ বি‌ভিন্ন শ্রেণি পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

মত‌বি‌নিময় সভায় সালথা উপজেলায় স্মার্ট ভি‌লেজ বি‌নির্মা‌ণে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নি‌য়ে উপ‌স্থিত সক‌লে বি‌ভিন্ন দ‌লে বিভক্ত হ‌য়ে তা‌দের মতামত দেন।