Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে বিএনপি নেত্রীর পথসভায় হামলার চেষ্টা, নারীদের প্রতিরোধে পিছু হটল দুর্বৃত্তরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্য...

সরিষাবাড়ীতে বিএনপি নেত্রীর পথসভায় হামলার চেষ্টা, নারীদের প্রতিরোধে পিছু হটল দুর্বৃত্তরা

October 15, 2025 06:04:02 PM   অনলাইন ডেস্ক
সরিষাবাড়ীতে বিএনপি নেত্রীর পথসভায় হামলার চেষ্টা, নারীদের প্রতিরোধে পিছু হটল দুর্বৃত্তরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রার্থী সালিমা তালুকদার আরুনীর একটি পথসভায় হামলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় উপস্থিত স্থানীয় নারীদের সাহসী প্রতিরোধে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের চান্দুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর পথসভা চলাকালে প্রতিপক্ষ হিসেবে পরিচিত মো. ফরিদুল কবির শামীম তালুকদারের একদল সমর্থক সভাস্থলে প্রবেশ করে। তারা বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সভাটি পণ্ড করার চেষ্টা চালায়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, হামলা চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন মুসা আব্দুল খালেক, খালেক কানা, ফিরোজ আলম সোহাগ, সোহেল মিয়া, আমির হামজা, লাল মিয়া, কলোনির হাই, ফারুক এবং মুসা। তাদের মধ্যে মুসা পূর্বেই ঘটনাস্থলে উপস্থিত থেকে ফোনে অন্যদের ডেকে এনেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সভাস্থলে উপস্থিত সাধারণ নারী ও পুরুষরা একযোগে সাহসিকতার সঙ্গে তাদের প্রতিহত করেন। স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধের মুখে হামলাকারীরা টিকতে না পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সালিমা তালুকদার আরুনীর জনপ্রিয়তা ঠেকাতে একটি প্রতিপক্ষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করছেন। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।