
জাকির হোসেন, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ড টাকুরিয়া মধ্য পাড়া গ্রামে সরকারী অনুদান না পাওয়াশ নিজেদের অর্থায়ন ও শ্রমে নির্মাণ করা হচ্ছে রাস্তা। বার বার সংশ্লিষ্ট মহলকে অবহিত করলেও কোন সুফল না পাওয়ায় গ্রামবাসি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে বলে জানা যায়। গতকাল ২এপ্রিল সকালে গণি সরকারের সহযোগীতায় রাস্তারনির্মাণ কাজ শুরু করা হয়।
জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল বেষ্টিত টাকুরিয়া গ্রামটি পূর্ব থেকেই অবহেলিত। দল বা ক্ষমতা বদল হলেও পাল্টায়নি এ গ্রামের মানুষের ভাগ্য। যাতায়াতের কষ্ট যেন এ গ্রামের মানুষের নিত্য সঙ্গীঁ। টাকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়ী হতে মৃত চাঁন মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় অর্ধ কিলো মিটার কাঁচা রাস্তা সংষ্কারের অভাবে এলাকাবাসির চরম দূর্ভাোগ পোহাতে হশ। এ রাস্তা দিয়ে ব্রক্ষ্মনজানি, মালিক পটল ও মালিপাড়া সহ কয়কটি গ্রামের মানুষ প্রতিনিয়তই যাতায়াত করে থাকে। জরুরী প্রয়োজনে উপজেলায় সেবা কেন্দ্রগুলোতে সেবা গ্রহণ করতে যাওয়ার জন্য অনেক কষ্ট পোহাতে হয়।বয়োঃবৃদ্ধ শিশু ও নারী রোগীদের ভোগান্তি আরোও চরমে। এলাকবাসির অভিযোগ অনেক বার স্থানীশ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন লাভ হয়নি। তারা শুধুই আশ্বস্ত করে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই গ্রামবাসি তাদের চলাচলের কষ্ট লাগব করতে নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে নির্মসণ করছেন রাস্তাটি।
এ বিষয়ে জানতে চাইলে উক্ত গ্রামের বাসিন্দা গণি সরকার জানান, বার বার জনপ্রতিনিধি ও নেতাদের অবহিত করেছি। কিন্তু এ রাস্তাটি আজও মেরামত করে দেয়নি। অবশেষে আমরা গ্রামবাসি উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামত করছি।