Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

March 15, 2023 01:13:55 AM   দেশজুড়ে ডেস্ক
সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে  মার্চ মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিনায় কুমার চাকী, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগ, এস আই ফরহাদ হোসেন,সালথা প্রেসক্লাবে আহবায়ক  সেলিম মোল্যা,গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দীন,বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরব‌র্তী সম‌য়ে উপ‌জেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।