Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

January 18, 2025 07:41:11 PM   অনলাইন ডেস্ক
সালথায় ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সালথায় ঋণের চাপে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে তার নিজ দোকান থেকে মো. শফিকুল ইসলাম উকিলের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল নগরকান্দা উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

পরিবারের সদস্যদের মতে, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে "মা জবেদা হার্ডওয়্যার স্টোর" নামে একটি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান চালাচ্ছিলেন। তিনি দোকানেই রাতে থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দোকানে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালেও দোকান না খোলায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শফিকুল প্রায় ২০-২৫ লাখ টাকা বাকি দিয়েছিলেন ক্রেতাদের কাছে। সম্প্রতি হালখাতা করেও এই টাকা তুলতে পারেননি। অন্যদিকে, দোকানের পুঁজি বজায় রাখতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। দেনাদারদের কাছ থেকে টাকা আদায় করতে না পারায় এবং ঋণ শোধ করতে না পারার চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শফিকুলের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।