
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা, চিত্রঙ্কণ প্রতিযোগিতা, শিক্ষা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ রবিউল আলম, সভাপতি মাইনুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলেন ধরেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাই একযোগে কাজ করার কথা বলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।