
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নুরানি পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মাদ ওয়ালীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মো. মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ও সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান। এছাড়া সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রেখে আসছে। এ বছর নতুন আরবি শিক্ষা চালু, খেলার মাঠ সম্প্রসারণ এবং অভিভাবকদের জন্য বিশ্রামের স্থান নির্মাণ করেছে। পিএসসি পরীক্ষায় নিয়মিত উপজেলায় শীর্ষে থাকা স্কুলটি শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।