Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে খড়ের দাম বৃদ্ধি, বিপাকে পশুপালনকারীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে খড়ের দাম বৃদ্ধি, বিপাকে পশুপালনকারীরা

November 09, 2024 07:36:08 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে খড়ের দাম বৃদ্ধি, বিপাকে পশুপালনকারীরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গবাদিপশুর খাদ্যের দাম ক্রমেই বাড়ছে। বর্তমানে খড়ের আঁটির পণ (৮০টি) বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং খড়কুটো ২৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে পশুখাদ্যের মূল্যবৃদ্ধিতে উপজেলায় পশু পালনকারীরা কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

জানা যায়, সৈয়দপুরে গবাদিপশুর মালিক ও খামারিরা বাজার থেকে চড়া দামে খৈল, ভুসি, চোকর, ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, ছোলার খোসা, মসুরের পাউডারসহ নানা খাদ্য কিনছেন। খাদ্যের উচ্চমূল্যের কারণে অনেকেই গরু-ছাগল পালন চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন এবং অনেকে পশু বিক্রি করে দিচ্ছেন।

কয়া কিসামতপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে প্রতি পণ খড় ৮০০ টাকায় কিনেছেন। তবে নতুন ধান কাটা-মাড়াই শুরু হলে গোখাদ্যের দাম কমতে পারে বলে আশাবাদী তিনি। একই এলাকার মো. মাহাতাব উদ্দিন বলেন, "কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিক ঘাস মরে যাচ্ছে, যার কারণে নেপিয়ার জাতীয় ঘাস কিনতে হচ্ছে। তবে এক মুষ্টি ঘাসের দাম ১০ টাকা, যা সাধারণ পশুপালকদের পক্ষে ক্রয় করা কঠিন।”

সৈয়দপুরের মেসার্স ইউসুফ ডেইরি ফার্মের মালিক জামিল আশরাফ মিন্টু জানান, "গোখাদ্যের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় খামারের খরচ বেড়ে গেছে, ফলে গরুর সংখ্যা কমাতে বাধ্য হচ্ছি।"

খড় কাটা মেশিনের মালিক শাহাজাহান আলী বলেন, "খড়ের উচ্চমূল্যের কারণে কেজিতে খড়কুটা বিক্রি করতে হচ্ছে, যা ২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ জানান, চলতি মৌসুমে ৮ হাজার ১১৪ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। সামান্য ক্ষতি হলেও এই মৌসুমে ভালো আবাদ হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু হবে, ফলে গোখাদ্যের সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।