Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

November 11, 2024 07:31:21 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নীলফামারীর সৈয়দপুরে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। গত ১০ নভেম্বর দুপুরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় ও সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ-সভাপতি জাবেদ খান রুবেল, সহ-সভাপতি ইমরান আনসারী, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় প্রমুখ।

বক্তারা বলেন, "সারাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।"

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ছবি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, "জনগণের সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।" পরে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।