Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সৈয়দপুরে মুলা বীজ কিনে প্রতারিত কৃষক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে মুলা বীজ কিনে প্রতারিত কৃষক

March 14, 2023 10:49:07 PM   দেশজুড়ে ডেস্ক
সৈয়দপুরে মুলা বীজ কিনে প্রতারিত কৃষক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের অনুমোদিত এক বীজ ডিলারের কাছ থেকে মুলার বীজ কিনে বপণ করে প্রতারিত হয়েছেন হাফিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক। বপণের অধিনাংশ বীজ থেকে চারা জন্মায়নি। নকল মুলা বীজ প্যাকেটজাত করে বিক্রি করায় সর্বশান্ত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ওই কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বীজ ডিলার সিদ্দিকুর রহমান বলেন, মুলা বীজ রোপণের চারা না গজানোর দায় আমার নয়। আমি তাকে ভালো ব্রান্ডের মুলার বীজ দিয়েছি। অভিযোগকারী ওই কৃষক সারের সঠিক ব্যবহার না করার কারণে এ ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা, সৈয়দপুর শহরের শাপলা বীজ ও কীটনাশক দোকান থেকে দুই হাজার ৫০০ টাকায় ৮০০ গ্রাম মুলা বীজ কিনেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাটোয়ারীপাড়ার মৃত নূর ইসলামের ছেলে হাফিজুল ইসলাম। তিনি এসব বীজ নিজের ৫ বিঘা জমিতে রোপণ করেন। কিন্তু অধিকাংশ জমির মুলার গাছ গজায়নি। প্রতি বিঘা জমিতে মুলা চাষ করতে তার ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।