Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

November 15, 2024 08:15:39 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ আজাবুদ্দি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আজাবুদ্দি হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আজাবুদ্দি প্রতিদিন পুকুরে গোসল করতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। তার পরিবার খুঁজতে বের হয়ে পুকুরপাড়ে তার কাপড় পড়ে থাকতে দেখেন। কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের উপস্থিতিতে স্থানীয় কয়েকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন এবং প্রায় চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারকারী আব্দুর সালাম বলেন, "আমাকে খবর দেওয়া মাত্রই আমি সেখানে গিয়ে পুকুরে নেমে ডুবাডুবি করে মোহাম্মদ আজাবুদ্দিকে উদ্ধার করি।"

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।