Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন

November 28, 2022 07:20:25 AM  
হত্যা মামলার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন

কুমিল্লা সংবাদদাতা:

হত্যা মামলার ১৭ বছর পর কুমিল্লার আদালতে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপ¶ের আইনজীবী মুজিবুর রহমান বাহার এবং তার সহযোগী অ্যাডভোকেট আবু ইউসুফ। মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) এবং কাশেমের ছেলে হানিফ (৪৩)। রায় ঘোষণার সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৫ সালের কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে সেলুনে যান। সেখান থেকে সন্ধ্যা নাগাদ না ফিরলে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে কাঠালিয়া নদীতে তার লাশ পান স্থানীয়রা। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরের বাবা আবদুল হামিদ।

২০০৬ সালে থানা পুলিশ মামলায় চার জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধে মনিরকে তারা হত্যা করেছে। আসামিদের একজন আগেই মারা গেছে। আদালত গতকাল বাকি তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলার রাষ্ট্রপ¶ের অতিরিক্ত পিপি আইনজীবী মুজিবুর রহমান বাহার বলেন, ‘ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’