Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / হেযবুত তওহীদের ফেনী জেলা শাখার উদ্যোগে কর্মীসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদের ফেনী জেলা শাখার উদ্যোগে কর্মীসভা

September 15, 2023 10:19:53 AM   জেলা প্রতিনিধি
হেযবুত তওহীদের ফেনী জেলা শাখার উদ্যোগে কর্মীসভা

ফেনী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে জেলা কার্যালয়ে এক কর্মী  সভার আয়োজন করা হয়।  বৃহস্পতিবার আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান নিজামুদ্দিন।

নিজামুদ্দিন বক্তব্যে নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে  বলেন, হেযবুত তওহীদের কর্মীদেরকে মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে এই আন্দোলনের প্রকৃত আদর্শ তুলে ধরতে হবে। আজ দেশের উন্নয়নে হেযবুত তওহীদের প্রতিষ্ঠিত বিভিন্ন কর্মকাণ্ডের সফলতা সবার সামনে তুলে ধরতে হবে। উদাহরণ আজ  নোয়াখালীর চাষীর হাট।  হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে সেখানে। সম্পূর্ণ নিজেদের সুসংগঠিত কর্মীদের  আর্থিক  সহযোগিতায় আজ গড়ে উঠেছে বিশাল বিশাল কর্মকাণ্ড। বৃহত্তর নোয়াখালীর মধ্যে অবহেলিত  চাষির হাট আজ একটা মডেল। আজ সেখানে  একমুখী  শিক্ষা ব্যবস্থায় শত শত শিক্ষার্থী আজ সুশিক্ষায় শিক্ষিত  হয়ে বের হচ্ছে।  নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত সব পণ্য নিজেদর মধ্য ব্যবহার করে দেশের অর্থ নিজ দেশে রাখতে চেষ্টা করে যাচ্ছি । আমাদের মাটি আছে, জনসম্পদ আছে, আমরা কেন বাহিরের দেশের থেকে পন্য কিনবো। আমরা নিজেরাই উৎপন্ন করবো। এদেশ আমাদের সবার আমরা সবাই সচেতন হলে এদেশ এগিয়ে যাবে অনেকদুর সে লক্ষে মাঠে ময়দানে  কাজ করে যাচ্ছেন হেযবুত তাওহীদ আন্দোলনের সর্বোচ্চ নেতা জনাব হোসেন মোহাম্মদ সেলিম।

Feni-14
 

তিনি আরও বলেন, আজকে ফেনী জেলা হেযবুত তওহীদের আন্দোলনের প্রতিটা কর্মী আপনাদেরকে  হাতে হাত রেখে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। আজ পৃথিবীর কোথাও শান্তি নাই। পৃথিবীর সমস্ত ব্যাবস্হাই আজ ব্যর্থ হয়েছে কোথাও শান্তি এনে দিতে পারেনাই সর্বত্র যুদ্ধ আর রক্তপাত। মহান আল্লাহর দয়ায় পৃথিবীময় সেই শান্তি প্রতিষ্ঠার ব্যবস্হা আমরা  পেয়েছি। সে দিগে মানুষকে আহবান করতে হবে লক্ষে কাজ করে যেতে  হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা সভাপতি নুরুল আবছার সোহাগ, জেলা নারী বিষয়ক সম্পাদক ছালেহা বেগম লাভলী,  দৈনিক  দেশেরপত্রের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, হেযবুত তওহীদের জেলা অর্থ ও বাণিজ্য সম্পাদক নুরুল আলম, থানা ও উপজেলার দায়িত্বশীল মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ইকবাল হোসেন, রাসুল আমিনসহ আগত আন্দোলনের  নেতা-কর্মী বৃন্দ।