Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হারাগাছে সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ নির্বাচিত, শ্রেষ্ঠ শিক্ষক রাজিয়া সুলতানা - দৈনিক দেশেরপত্র - মানবতার ক...

হারাগাছে সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ নির্বাচিত, শ্রেষ্ঠ শিক্ষক রাজিয়া সুলতানা

September 12, 2023 08:51:47 PM   জেলা প্রতিনিধি
হারাগাছে সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ নির্বাচিত, শ্রেষ্ঠ শিক্ষক রাজিয়া সুলতানা

রংপুর সংবাদদাতা:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে।

এছাড়াও মেনাজ বাজার এলাকায় হারাগাছ ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা শ্রেষ্ঠ শিক্ষক, হারাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান সুজন শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ওয়াহিদা ইয়াসমিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছে।

এ ব্যাপারে কাউনিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানান, স্কুলের শিক্ষার গুনগত মান বৃদ্ধি, সৃজনশীল কাজে অগ্রগতি আকর্ষণীয় কর্মকাণ্ড, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের খোজ খবর নেওয়া, শ্রেণি ভিত্তিক মা সমাবেশ, অভিভাবক সমাবেশসহ স্কুলের চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালী রোপন করায় তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে।