Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ৬৮৩ কোটি ব্যায়ে ফেনীতে হচ্ছে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

৬৮৩ কোটি ব্যায়ে ফেনীতে হচ্ছে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স

September 19, 2023 09:08:53 PM   জেলা প্রতিনিধি
৬৮৩ কোটি ব্যায়ে ফেনীতে হচ্ছে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স

আনোয়ার হোসেন:
ফেনী জেলার লালপোলের পাশে গোবিন্দপুরে ২২ একর জায়গা জুড়ে  প্রায় ৬৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের পক্ষ স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স। ফেনী স্পোটর্স কমপ্লেক্স নামে এ প্রকল্পে থাকছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধাসহ একটি হকি স্টেডিয়াম, জাতীয় মানের একটি ফুটবল স্টেডিয়াম। আর ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, কেরাম, কারাতে, বক্সিং ও শুটিংয়ের সুযোগ।

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির নির্ধারিত কনসালটেন্ট প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেড এর স্থপতি মঞ্জুর কে. এইচ. উদ্দিন এ তথ্য জানান।

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আগামীর সকল পরীক্ষায় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম কোথায়। নতুন এ প্রশ্নের জন্ম হবে। যার উত্তর হবে ফেনীবাসীর জন্য ভীষণ রকম গর্ববোধের।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, বাংলাদেশের আন্তর্জাতিক হকি স্টেডিয়ামকে ফোকাস করে নির্মাণ হওয়া ক্রীড়া কমপ্লেক্সে থাকবে ফুটবল মাঠ, সুইমিং পুলসহ ইনডোরের সব জাতীয় খেলা। এখান থেকে বের হয়ে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়।