
আশিকুর রহমান, গাজীপুর:
দেশের বিভিন্ন জেলায় অভিযান শেষে ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকা থেকে চুরি হওয়া ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার এবং অভিযুক্ত আইরিনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ।
গত মাসের ৩ এপ্রিল গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে শিশু নোমানকে (০৮) চুরি করে পালিয়ে যায় গ্রেফতারকৃত আইরিন। শিশু নোমানকে উদ্ধার এবং চোর আইরিনকে গ্রেফতারে বাসন থানা পুলিশ সম্ভাব্য দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে। পুলিশের চলমান অভিযানের ফলশ্রুতিতে আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার ড় মডেল থানার চায়নার মোড় এলাকা থেকে শিশু নোমানকে উদ্ধার এবং চোর আইরিনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত চোর আইরিন(৩৪)কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অনন্তপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে। আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান।
এর আগে, গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় বসবাসরত ভাড়াকৃত বাসা থেকে চুরি হয় শিশু আব্দুল্লাহ নোমান(৮ মাস)।
শিশু নোমানের বাবা পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কর্মরত আছেন। কর্মের সুবাদে পরিবার নিয়ে শিশু নোমানের পিতা মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের নাওজোড় এলাকার ফরিদ মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছে।
গ্রেফতার নারী চোর আইরিন তার স্বামীকে নিয়ে একই বাসার পাশের রুমে বসবাস করে আসছিলো। গত ৩ এপ্রিল দুপুরে শিশু নোমানের মা তাকে গোসল করিয়ে রুমের খাটে রেখে কাপড় ধৌত করার জন্য গোসলখানায় যায়। সেখান থেকে ফিরে এসে নোমানকে যথাস্থানে দেখতে না পেয়ে বাসার খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে, আইরিন তার সন্তানকে চুরি করে পালিয়েছে।
এ ঘটনায় শিশু নোমানের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে গত ৪ এপ্রিল আইরিনকে অভিযুক্ত এবং আরো অজ্ঞাতনামা ২/৩ জনের নামে গাজীপুর মহানগরের বাসন থানায় একটি মামলা দায়ের করেছিলেন।