Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

May 06, 2025 09:21:22 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি যৌথ অভিযানে ২,২৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৫ মে) এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় মদিনগর এলাকায়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল (৩৫)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮৪ পিস ইয়াবা, ২ পিস স্ক্রাপ ও নগদ ১,৮১৯ টাকা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযান পরিচালিত হয় আমতলী বিশ্বরোড সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে। স্টার লাইন পরিবহনের এক যাত্রী আব্দুল মাজেদ (৪৫)-এর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১,৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে আটক দুই মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত মাদকসহ ডিএনসির কুমিল্লা জেলা কার্যালয়ে হস্তান্তর করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।