
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলোর অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এছাড়া, চালক ও গাড়ির খোঁজ রাখা, ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘণ্টা গাড়িগুলো ট্র্যাক করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ওভাই সলুসন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুবি প্রশাসন।
সোমবার (১০ মার্চ) এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা যায়, ওভাই অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গাড়িগুলোর অবস্থান জানতে পারবেন। কোন গাড়ি কোথায় আছে, পৌঁছাতে কতক্ষণ লাগবে, কখন গাড়ি ছাড়বে—এসব তথ্য সহজেই জানা যাবে। এই সুবিধা পেতে স্মার্টফোনে ObhaiVTS Tracker ইনস্টল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দূর থেকে গাড়ির অবস্থান শনাক্ত, চালক ও গাড়ির তদারকি এবং ইঞ্জিন নিয়ন্ত্রণ করতে পারবে। প্রতি মাসে প্রতিটি গাড়ির ট্র্যাকিং বাবদ ব্যয় হবে ২৫০ টাকা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "আমরা চুক্তির মাধ্যমে আমাদের পরিবহনগুলোর ট্র্যাকিং ব্যবস্থা চালু করছি। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গাড়ির অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।"
পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, "এই প্রযুক্তির মাধ্যমে আমরা প্রতিটি গাড়ির অবস্থান শনাক্ত করতে পারবো এবং স্টপেজে পৌঁছাতে কতক্ষণ লাগবে, সেটিও জানতে পারবো।"
সেবা চালুর বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত ট্র্যাকিং ডিভাইস লাগানোর অনুমতি দেবে, তত দ্রুত এই সেবা চালু হবে।"
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লিমিটেডের পক্ষে ডিজিএম মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া এবং ওভাই সলুসন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খালিদ হাসান।