Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

September 18, 2023 08:09:42 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

কাউনিয়া প্রতিনিধি:
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ শ্লোগানে রংপুরের কাউনিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এক উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। পরে দিবসের একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, প্রাণিসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। উদ্বোধন শেষে সকলে মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন।