Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত

May 15, 2025 02:58:48 PM   অনলাইন ডেস্ক
রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণ নিয়ে যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রেদওয়ান ভুইয়া, দ্বিতীয় স্থান উজ্জ্বল হোসেন সাগর এবং তৃতীয় স্থান রাইয়ান বিনতে হাবিব।

এ বিষয়ে ক্লাবের সভাপতি ইসতিয়াক আহমদ অর্চি বলেন, "আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই অসাধারণ। তাদের ইংরেজি বলার দক্ষতা, ভাষার শৈলী এবং আত্মবিশ্বাস অনেকেরই প্রত্যাশার চেয়ে অনেক বেশি। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমি চাই, আমাদের এই ক্লাব সকলের সম্মিলিত প্রয়াসে আরও অনেক দূর এগিয়ে যাক।"

সাধারণ সম্পাদক রেহেনুমা নাফিয়া বলেন, "ক্লাবের সেক্রেটারি হিসেবে আমার আশা, আমাদের প্রতিটি সেশন আরও ফলপ্রসূ এবং আরও অংশগ্রহণমূলক হোক। শুধু নিয়মিত সদস্য নয়, নতুনরাও যেন সাহস করে অংশ নিতে পারে, সেই পরিবেশ তৈরি করা জরুরি।"

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, "হাজার মাইলের গন্তব্য এক পায়ের মাধ্যমেই শুরু হয়। এটি আমাদের ক্লাবের প্রথম প্রতিযোগিতা, যেখানে সবাই অনেক কিছু শিখেছে। আমি সবসময় বলি, তুমি সবসময় তোমার চেয়ে শ্রেষ্ঠ। তাই তোমাদের জন্য বলছি, এখনো অনেকটা পথ বাকি।"