Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বেশি লাভ পেতে কমদামে ওমানের টাকা কিনে ৬৪ হাজার টাকা খোয়ালেন স্বাস্থ্য কর্মকর্তা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

বেশি লাভ পেতে কমদামে ওমানের টাকা কিনে ৬৪ হাজার টাকা খোয়ালেন স্বাস্থ্য কর্মকর্তা

October 11, 2023 05:35:36 PM   উপজেলা প্রতিনিধি
বেশি লাভ পেতে কমদামে ওমানের টাকা কিনে ৬৪ হাজার টাকা খোয়ালেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রতিনিধি, কাউনিয়া 
রংপুরের কাউনিয়ায় বেশি লাভের আশায় কমদামে ওমানের টাকা কিনে প্রতারকের ফাঁদে পরে পূজা উদযাপনের বোনাস ও বেতনের ৬৪ হাজার টাকা খোয়ালেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র চৌধুরী। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম গ্রামের বাসিন্দা এবং কুর্শা ইউনিয়নে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে কাউনিয়া রেল স্টেশন রোডে সরকারী খাদ্য গুদাম এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দুলাল চন্দ্র চৌধুরী জানান, সেদিন সোনালী ব্যাংক কাউনিয়া শাখা থেকে দূর্গোৎসব উপলক্ষে তার বোনাস ও মাসিক বেতনের ৮৬ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেঁটে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছিলে চার্জার অটোতে ২ জন ও ক্রেতা সেজে ২ জনসহ ৪ জন অপরিচিত লোক ওমান দেশের ১শ  টাকার নোট যার মূল্য ২৮ হাজার হলেও তা মাত্র ১০ হাজার ৬৬৬ টাকায় অর্থাৎ কমদামে তা কেনাবেচা হচ্ছে। এ সময় ওমানের টাকা কেনাবেচার দৃশ্য দেখতে গিয়ে তিনিও লোভে পরে ওমানের ১শ টাকার ৬টি নোট ৬৪ হাজার টাকা দিয়ে বেশি লাভের আশায় কিনে নেয়। পরে হাসপাতালে গিয়ে একজন ডাক্তারকে ওমানের টাকা কমদামে কেনার বিষয়টি জানালে ওই ডাক্তার মোবাইলে সার্জ দিয়ে দেখেন ওমানের ১শ লেখা টাকাটি ১শ টাকা নয় ১শ পয়সা মূল্যের। সুতারাং ১শ পয়সায় ১ টাকা আর ওমানের ১ টাকায় বাংলাদেশের ২২৮ টাকা। প্রতারণার বিষয় বুঝতে পেরে তিনিসহ কয়েকজন ঘটনাস্থলে এসে প্রতারকদের আর খুঁজে পায়নি। এই অভিনব প্রতারণার ঘটনায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।