
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাজীপুর - টাংগাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার সকালে পিক-আপের ধাক্কায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন নিহত হয়েছেন। নিহত টি এস আই জামাল উদ্দিন (৫৬) টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। জেলা টাফিক পুলিশের নিহত এই সাব ইন্সপেক্টর ১৯৮৬ সাল পুলিশে যোগদান করে মৃত্যুর দিন পর্যন্ত কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় টি এস আই জামাল উদ্দিন চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা অপর একটি মাছ ভর্তি পিকআপ থামানোর চেষ্টা করলে পিকআপ চালক পিকআপ টি না থামিয়ে স্বজোরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে টিএসআই জামাল উদ্দিন গুরুতর আহত হন। পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই এ্যাাডমিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের মৃতদেহ টি আমাদের ফরমালিটি শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ এবং চালককে আটক করা হয়েছে।