Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে মসজিদের দরজা ভেঙে আইপিএস ও দানবাক্সের টাকা লুট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে মসজিদের দরজা ভেঙে আইপিএস ও দানবাক্সের টাকা লুট

March 10, 2025 09:52:22 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে মসজিদের দরজা ভেঙে আইপিএস ও দানবাক্সের টাকা লুট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রামে একটি মসজিদের দরজা ভেঙে আইপিএস, ব্যাটারি এবং দানবাক্সের টাকা লুটের ঘটনা ঘটেছে।

স্থানীয় মুসল্লি দুলাল হোসেন জানান, সোমবার সেহরির পর ফজরের নামাজের সময় মসজিদের সবকিছু ঠিক ছিল। নামাজ শেষে মুসল্লিরা চলে যাওয়ার পর যেকোনো সময় দুর্বৃত্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আইপিএস, ব্যাটারি নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে টাকা লুট করে।

মসজিদ কমিটির সভাপতি ইমারত হোসেন জানান, লুট হওয়া আইপিএস ও ব্যাটারির মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তবে দানবাক্সে ঠিক কত টাকা ছিল, তা জানা যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।