Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ব্র্যাক নার্সারি বহদ্দারহাট আউটলেটের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্র্যাক নার্সারি বহদ্দারহাট আউটলেটের উদ্বোধন

May 01, 2025 12:34:34 PM   অনলাইন ডেস্ক
ব্র্যাক নার্সারি বহদ্দারহাট আউটলেটের উদ্বোধন

একসাথে গড়ে তুলি এক সবুজ পৃথিবী -এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটবাসী বাগানপ্রেমীদের জন্য গাছ এবং বাগান সম্পর্কিত বিভিন্ন সুবিধা নিয়ে উদ্বোধন হয়েছে ব্র্যাক নার্সারির নতুন আউটলেট।

গতকাল সকালে নগরীর বহদ্দারহাটস্থ চাঁন্দগাঁও আবাসিক এলাকায় এই আউটলেটটির উদ্বোধন করেন ব্র্যাক নার্সারির এজিএম (অপারেশনস) ফ. ম. শাহনওয়াজ মমতাজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল গাছ ও বাগানপ্রেমীদের এই আউটলেটে এসে পছন্দের গাছ সংগ্রহ করে সমাজে সবুজায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধনের পর প্রথম সাত দিন গ্রাহকরা সকল প্রকার গাছের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি, গ্রাহকরা শহুরে বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা ‘রুফটপ গার্ডেনিং সার্ভিস’-এর সুবিধাও নিতে পারবেন। এই আউটলেটে ইনডোর ও অর্নামেন্টাল গাছপালা, কীটনাশক এবং বাগান করার যাবতীয় সরঞ্জামাদি পাওয়া যাবে। বাগানপ্রেমীরা যেকোনো ধরনের গার্ডেনিং সমস্যার সমাধানের জন্য সরাসরি আউটলেটে যোগাযোগ করতে পারবেন।

এছাড়াও এখানে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে এবং প্রয়োজনীয় উদ্ভিদের যত্নের জন্য বিভিন্ন পণ্য কেনা যাবে। ‘মালি সার্ভিস’ নামে পেশাদার বাগান পরিচর্যা সেবাও থাকবে এই আউটলেটে। গাছপালা ডেলিভারির জন্য প্রি-অর্ডারের সুবিধা ছাড়াও চট্টগ্রামের চাঁন্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দারা অনলাইন ক্রয় এবং হোম ডেলিভারি সুবিধা নিতে পারবেন। ব্র্যাক নার্সারি বহদ্দারহাটকে সবুজায়নের লক্ষ্যে কাজ করে যাবে।