
কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. অভিজিৎ সর্মার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ দেশে ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় ৫ লাখ ১৫ হাজার ৮৫৩টি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ১৩ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ৯৩৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন ডা. অভিজিৎ সর্মা সকলের প্রতি অনুরোধ জানান, ৬-১১ মাস ও ১২-৫৯ মাসের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, তবে অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো থেকে নিরুৎসাহিত করেন। তিনি বলেন, সুস্থ হওয়ার পরবর্তী এক মাস উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে।
প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।