Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

December 23, 2024 07:06:28 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

শাহ আলম:
দীর্ঘ প্রতীক্ষা এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদস্য তাসভীর উল ইসলাম।

কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা।

নতুন কমিটির ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব কেন্দ্রীয় সিদ্ধান্তকে অভিনন্দন জানান। সর্বশেষ ২০১৬ সালে তাসভীর উল ইসলামকে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্যবিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠিত হয়। চলতি বছর প্রায় ২ মাস আগে কেন্দ্র থেকে আকস্মিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

সোমবার কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেলকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।