
জসিম উদ্দিন:
হবিগঞ্জে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল সদস্য-সদস্যাদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ মে) ১০ টায় সদর থানার ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন কওে হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে রসুল (সা.) বর্ণিত দাজ্জাল চেনার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় তিনি বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন বন্ধে মুসলমানদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
হবিগঞ্জ জেলা সভাপতি মিনহাজ আবেদীনের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক সফিকুর রহমান।
আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. খাইরুল ইসলাম, সিলেট জেলা হেযবুত তওহীদের সভাপতি আবু তাহের ভূঁইয়া, শ্রীমঙ্গল থানা হেযবুত তওহীদের সভাপতি মো. মিজানুর রহমান টিপু, হবিগঞ্জ সদর থানা সভাপতি আমিনুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানা সভাপতি সিদ্দিক মিয়া, নবীগঞ্জ থানা সভাপতি জসীমউদ্দীন, সিলেট মিলা বাজার থানা সভাপতি সেলিম আহমেদ, চুনারুঘাট থানা সভাপতি মো. ফজলে রাব্বী রাফি, বানিয়াচং থানা সভাপতি মো. লিলু মিয়া, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আক্কাছুর রহমান, সিলেট বিভাগীয় নারী সম্পাদক লাভলী আক্তার, হবিগঞ্জ নারী সম্পাদক আফসারা জলি, মৌলভীবাজার জেলা নারী সম্পাদক সাহানারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হেযবুত তওহীদের অর্থ সম্পাদক এমএ রহিম, কুলাউড়া জুরি সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, এনায়েত করিম। এছাড়াও হেযবুত তওহীদের স্থানীয় শত শত সদস্য-সদস্যা অনুষ্ঠানে যোগ দেন।
দিনব্যাপী অনুষ্ঠানে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি বড়দের জন্য ছিল ফুটবলসহ বেশ কিছু খেলাধুলা। নারীদের জন্য ছিল বালিশ খেলা। খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে হেযবুত তওহীদের সদস্য হাফেজ মো. আবু সালেহর সু-মধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলা হেযবুত তওহীদের দপ্তর সম্পাদক ফাহমিদা আক্তার লিপি।