Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে চাঁদাবাজি ও হত্যার হুমকি: ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জন গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

গাজীপুরে চাঁদাবাজি ও হত্যার হুমকি: ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জন গ্রেপ্তার

May 11, 2025 11:35:45 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে চাঁদাবাজি ও হত্যার হুমকি: ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে এক বিশেষ অভিযানে ছাত্রদল ও যুবদলের কতিপয় নেতাসহ মোট দশজনকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাটি গাজীপুর নগরের পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় ১০ অভিযুক্তকে গ্রেফতারের পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় অবস্থিত হংকং ফিলিং স্টেশনের বিপরীতে 'সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। উক্ত সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার নিকট অভিযুক্তরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে যৌথ বাহিনী এবং গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত অভিযোগের সূত্র ধরে, যৌথ বাহিনী পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্প সংলগ্ন ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এই অভিযানে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ মোট দশজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা পুলিশের হেফাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সালনা এলাকার ইসমাইল হোসেন (৪০) এবং একই সংগঠনের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩)। অন্যান্য আটককৃতরা হলেন ভোলার ইলিশা গ্রামের জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

এই বিষয়ে অধিকতর তথ্যের জন্য গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার আনুষ্ঠানিক বক্তব্য জানা সম্ভব হয়নি।