
গাজীপুর প্রতিনিধি:
নিষিদ্ধ জঙ্গী সংগঠন ইমাম মাহমুদের কাফেলা’র এক সদস্যকে কাশিমপুর কারাগারের ফটক থেকে গ্রেফতার করেছ কোনাবাড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কারাগারে তার স্ত্রী ও শ্যালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আটককৃতের নাম মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার (৩২)। তিনি পাবনার আতাইকুলা থানার কৈইজরী শ্রীপুর গ্রামের হাবিবুর মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, কোনাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত নব্য জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলা এর একজন সক্রিয় সদস্য কোনাবাড়ী থানার জেলখানা রোড এলাকায় অবস্থান করিতেছে। সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশের একটি টিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রোড হইতে অভিযান পরিচালনা করে মাহতাবকে আটক করে।
মাহতাব পুলিশকে জানান, ২০২৩ সালের শুরুর দিকে জনৈক ইমাম মাহমুদ নামক এক ব্যক্তি মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার এর পাশের গ্রামের গঙ্গারামপুর এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। যাহার নাম-তালিমুল ইসলামীয়া একাডেমি হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা। মাদ্রাসায় তাহার ছেলে সালমান ফার্সি (৭) পরবর্তী নাম হুজাইফাকে ভর্তি করতে গিয়ে নব্য জঙ্গি ইমাম মাহমুদ এর সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ইমাম মাহমুদ তাহাকে বিভিনড়ব সময়ে ইসলামের বিভিন্ন বিষয়ে উপদেশ দেয়।
মাহতাব আরও জানান, ২০২৩ সাল হইতে ২০২৬ সাল পর্যন্ত পৃথিবীতে ব্যাপক দূর্ভিক্ষ হবে এবং নব্য জঙ্গি ইমাম মাহমুদ এর অনুসারী ব্যতিত সব লোক মারা যাবে। সেই ধারনা বিশ্বাস করিয়া সে সহ তাহার এলাকার আরো লোকজন নব্য জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ এর কাফেলায় যোগ দেয়। তখন ইমাম মাহমুদ সবাইকে বলে তাহারা এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে। তখন মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার তাহার ভ্যানগাড়ী বিক্রয় করে বিশ হাজার টাকা নব্য জঙ্গি ইমাম মাহমুদকে দেয় এবং অন্যান্য সদস্যরাও তাহাদের সাধ্যমত টাকা দেয়। পরবর্তীতে নব্য জঙ্গি ইমাম মাহমুদ এর সাথে মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার এর স্ত্রী শাপলা খাতুন (২৬), শ্যালক আল মামুন ইসলাম ওরফে বেলাল (২০) ও সন্তান সহ সর্বমোট ২৮ জন সদস্য মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার যুগিরটিলা পাহাড়ে চলে যায়। নব্য জঙ্গি ইমাম মাহমুদ উক্ত জায়গায় তাহার সদস্যদের নিয়ে মাটি কেটে টিন বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে তাদের জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করিতে থাকে। প্রায় ১৫/২০ দিনের মত তাদের প্রশিক্ষণ চলাকালে কাউন্টার টেরোরিজম ইউনিট উক্ত স্থানসহ দেশের বিভিনড়ব জায়গায় অভিযান পরিচালনা করলে করলে স্ত্রী, শ্যালক সহ ২৭ জন নব্য জঙ্গি সদস্য আটক হয়। উক্ত স্থান থেকে নব্য জঙ্গি সদস্য মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার (৩২) কৌশলে পালিয়ে যায় বলে স্বীকার করে।
পুলিশ জানায়, তার স্ত্রী শাপলা খাতুন ও শ্যালক আল মামুন ইসলাম ওরফে বেলাল বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছে। পরবর্তীতে কাউন্টার টেরোরিজম এর সাথে যোগাযোগ করে জানা যায়, ডিএমপি এর দারুস সালাম থানার মামলায় গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে উক্ত নব্য জঙ্গি সদস্য মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার এর নাম এবং জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার তথ্য প্রকাশ করে।
মামলাগুলো কাউন্টার টেরোরিজম ইউনিটের নিকট তদন্তাধীন থাকায় গ্রেফতারকৃত নব্য জঙ্গি সদস্য মোঃ মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার (৩২) কে কাউন্টার টেরোরিজম ইউনিটের নিকট বিধি মোতাবেক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোনাবাড়ী থানা পুলিশ।