
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় শ্রীপুর থানাধীন গোয়ালদহ ঘাট এলাকার আব্দুল কাদেরের অস্থায়ী মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কোনাগ্রামের আবু বক্কার মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল এবং মাগুরা জেলার শ্রীপুর সদর ইউনিয়নের মো. মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শফিক।
ওসি ইদ্রিস আলী জানান, জেলা ডিবি পুলিশের এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপ্লব মন্ডলের কাছ থেকে ১৭ পিছ এবং মেহেদী হাসান শফিকের কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।