
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদকসহ ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মো. জাফর শেখ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
দিয়াপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল দিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে (২৩) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ছেলেকে আটকের সময় জাফর শেখ পুলিশ দেখে আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে স্ট্রোক করেন। প্রায় আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এএসআই শফিকুলের নেতৃত্বে পুলিশের একটি টিম দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুবায়ের শেখকে আটক করে। তার কাছে থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জানতে পারি, জুবায়েরের আটকের খবরে তার বাবা স্ট্রোক করে মারা গেছেন।