Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে তিনব্যাপী কৃষি প্রযুক্তির মেলা উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে তিনব্যাপী কৃষি প্রযুক্তির মেলা উদ্বোধন

June 14, 2023 07:22:51 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে তিনব্যাপী কৃষি প্রযুক্তির মেলা উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তির মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মেলাটির আনুষ্ঠানিকভাবেন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার পুজা দেবীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার আহম্মেদ, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা জুলফিকার আলী, জেলা নার্সারী সমিতির সেক্রেটারী ফরমান আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। শেষে জেলা নার্সারী সমিতির সেক্রেটারী ফরমান আলীর ব্যক্তিগতভাবে তার নার্সারী হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের আড়াই’শটি চারাগাছ  বিতরণ করেন।