
গাজীপুর সংবাদদাতা:
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত শ্যামলী রিসোর্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক'শো কোরআন শরিফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ১৯৭১ সালে দেশকে স্বাধীন করতে শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক তেমনমি দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি শিল্প বিপ্লবের একজন মহান যোদ্ধা। দেশের বিভিন্ন স্থানে তিনি শিল্প কারখানা প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। একজন দারবীর ও দেশপ্রেমিক হিসেবে দেশের জনসাধারণের মনে আজও তিনি বসবাস করছেন।
দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মো. আবুল কাশেমের সার্বিক সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধার ২য় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়। দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনা ও জেলা প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন- যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক এড. সালমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- দৈনিক যুগান্তর পত্রিকার উপ-সম্পাদক বি.এম জাহাঙ্গীর ও মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম। এছাড়াও গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।