Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৪ দুর্ঘটনা, ১০ গাড়ির সংঘর্ষে নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৪ দুর্ঘটনা, ১০ গাড়ির সংঘর্ষে নিহত ১

December 22, 2024 11:52:10 AM   অনলাইন ডেস্ক
ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৪ দুর্ঘটনা, ১০ গাড়ির সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ সকালে চারটি পৃথক দুর্ঘটনায় ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলো সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটে।

উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে সড়কের দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা এবং একটি যাত্রীবাহী বাসের চালক ছিলেন। আহতদের মধ্যে জাকির হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নোয়াখালীর বাসিন্দা এবং বাসের সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত মাওয়ামুখী লেনে ঘন কুয়াশার কারণে একটির পর একটি যানবাহন সংঘর্ষে জড়ায়। এতে বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানসহ ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, "ঘন কুয়াশার কারণে সড়কের স্পষ্ট দৃশ্যমানতা ছিল না। এ কারণে সাকুরা পরিবহনসহ যাত্রীবাহী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এসব দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। সকাল ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘর পর্যন্ত ৭ থেকে ৮ কিলোমিটার যানজট ছিল।"

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারজিয়া মাহবুব জানান, ফরহাদ হোসেন এবং জাকির হোসেন আহত অবস্থায় হাসপাতালে আসেন। জাকিরের রক্তক্ষরণ হলেও অবস্থা তুলনামূলক ভালো ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ফরহাদ হোসেন কোমরের ব্যথার কথা জানান। এক্স-রে করার আগেই তিনি মারা যান। ফরহাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।