Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে জুলাই বীরদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে জুলাই বীরদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 13, 2025 11:08:56 PM   উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামে জুলাই বীরদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে "জুলাই বীরদের সম্মাননা ও ইফতার মাহফিল ২০২৫"। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা, শহিদের পরিবার ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার নুরুল্লাহ নুরি, শামসুজ্জামান হেলালী, জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করা এনামুল হক ও জসীম উদ্দীন এবং তাদের টিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল সাহেদ এবং সঞ্চালনা করেন "ওয়ারিয়র্স অব জুলাই" সংগঠনের সহ-মুখপাত্র মাহবুবুল আলম মাহবুব।

এ সময় অতিথিরা শহিদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণা শুনেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রমজান উপলক্ষে শহিদ পরিবারকে উপহার প্রদান করা হয়। পরে, জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করা বীরদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয় এবং ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।