
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির নারায়ণগঞ্জ জেলার উদ্যেগে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি নবাবি চাইনিজ রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোসাইটির নব-নির্বাচিত কমিটির সভাপতি কাজি মো. মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এমএ নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মো. কাজল সিদ্দিক, মো. আলআমীন সরকার, প্রচার সম্পাদক হাজী ইউনুস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আয়নাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।