
ঝিনাইগাতী প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’২৩ উপলক্ষে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভূইয়া,উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ।
উল্লেখ্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা শেষে ৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ল্যাপটপ বিতরণ করেন অতিথিরা।