Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে মুসল্লীর মৃত্যু প্রতিবাদে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে মুসল্লীর মৃত্যু প্রতিবাদে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

December 18, 2024 04:18:35 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে মুসল্লীর মৃত্যু প্রতিবাদে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলার ঘটনায় তিন মুসল্লীর মৃত্যুর ঘটনায় সাদ পন্থীদের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুসল্লিরা। তিন ঘন্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের অনুরোধে মহা সড়ক থেকে সরে যায় তারা।

সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্হানে টায়ারে আগুন জ্বালিয়ে হাতে লাঠি নিয়ে শ্লোগান দিচ্ছে শতশত মুসল্লী। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার(১৮ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে যুবায়ের পন্থীরা।

এসময় স্হানীয় মসজিদের ইমাম ইকরামুজ্জামান বাতেন বলেন, বুধবার ভোরে সাদ পন্থাীরা আমাদের ঘুমন্ত মুসল্লীর উপর হামলা চালিয়ে তিনজন সাথিকে হত্যা করে। আমরা অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাস্তায় এসেছি। তারা ভারতের ইশারায় এ দেশের আলেম সমাজের এবাদত নষ্ঠ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা এর পরিসমাপ্তি চাই।

উল্লেখ্য  বুধবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় ভোররাতে তাবলীগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন মুসল্লীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  আয়ুব আলী বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিক্ষুব্ধ মুসল্লিরা  পুরোপুরি রাস্তা বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  আইনশৃঙ্খলা বাহিনী অনেক চেষ্ঠায় তিন ঘন্টা পর সড়ক থেকে মুসল্লীদের সড়িয়ে নেয়া হয়েছে।