Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির ইফতার মাহফিল

March 12, 2025 09:17:11 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির ইফতার মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ‍"টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি"র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গী থানা প্রেসক্লাব রোডে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক মো. মোসারফ হোসেন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ সালাউদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারাফাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান মলিন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম, শেখ মো. মানিক, মো. আশরাফুল ইসলাম, ফজলু মোল্লা, মো. রফিক, লিটন মৃধা, মো. আজিজুল, মো. মাসুদ, মো. স্বপন, মো. আরিফিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সালাউদ্দিন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার দোয়া চান এবং উপস্থিত সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতার বিতরণ করা হয়।