Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ধান কাটে নেয়ার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ধান কাটে নেয়ার অভিযোগ

May 11, 2025 09:07:43 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ধান কাটে নেয়ার অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮নং শুখান পুখরী ইউনিয়ন যুবলীগের এক নেতার বিরুদ্ধে জমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। এবারও সেখানে ধান লাগিয়েছিলেন এবং নিয়মিত পরিচর্যা করছিলেন। সার, কীটনাশকসহ সব ধরনের যত্ন নিয়েছিলেন। তবে শনিবার (১০ মে) রাতে রফিকুল ইসলাম বনো তার প্রায় ৫৯ শতক জমির আধাপাকা ধান কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন আমিনুল। পরে স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বনো বলেন, 'ওটা আমার জমি। আমার জমি থেকে ধান কেটেছি, কোনো অন্যায় করিনি। এলাকাবাসী জানে এটা আমার জমি এবং আমি সেখানে চাষাবাদ করছিলাম।' তিনি আরও জানান, 'অভিযোগকারীর জমির কোনো বৈধ কাগজ নেই। তার মা আমার মায়ের কাছে এই জমি অনেক আগেই বিক্রি করেছেন। জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আমি ধান রোপণ করার পর তারা জোর করে এসে আমার রোপণ করা জমিতে আবার ধান রোপণ করে। এ বিষয়ে আমি থানায়ও অভিযোগ করেছি।'

ভূল্লী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল সরকার বলেন, 'মামলা হয়েছে। তবে উভয়পক্ষ চাইলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করতে পারে। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না।'