Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নালিতাবাড়ীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

June 26, 2024 07:26:59 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন নালিতাবাড়ী থানা  পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম রাজনগর খানারাপাড়া জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে পশ্চিম রাজনগর খানারপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন রহিচ উদ্দিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের বারান্দায় একজন বৃদ্ধকে (পাগল/ভিক্ষুক) মসজিদের বারান্দায় বসে থাকতে দেখতে পান। নামাজ শেষে মুয়াজ্জিন মসজিদের পাশেই তিনানী বাজারে যান। বাজার থেকে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান যে, অজ্ঞাতনামা লোকটি মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে আছে। স্থানীয় ইউপি মেম্বার আকাবর হোসেনকে খবর দিলে তিনি ও আশপাশের লোকজন এসে দেখতে পান অজ্ঞাতনামা লোকটি মারা গেছেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে নালিতাবাড়ীতে নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঞা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।